নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়। বৈঠক শেষে দুই নেতা মুখ না খুললেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে দলের ভবিষ্যৎ রূপরেখা ও আসন্ন সাংগঠনিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শাহের সফরসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রের দাবি, চলতি মার্চ মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি রাজ্য বিজেপির দেখভালের দায়িত্বে থাকবেন বলেও মনে করা হচ্ছে।
রাজ্যের সাংগঠনিক বিষয়ে দিল্লির সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে শাহের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার অধিকাংশ ক্ষেত্রেই প্রথমে শাহের সঙ্গে আলোচনা করেন। প্রয়োজনে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে কথা বলেন। বিজেপি সূত্রের মতে, এই পদ্ধতিতেই দল পরিচালিত হবে আগামী দিনেও।
এর আগে ২৯ জানুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন অমিত শাহ। তখনও পশ্চিমবঙ্গ বিজেপির কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। সেই বৈঠকে শাহ আশ্বাস দিয়েছিলেন, দিল্লির নির্বাচন শেষ হলেই তিনি বাংলার রাজনীতিতে মনোনিবেশ করবেন। সেই প্রতিশ্রুতি অনুসারেই এবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। এখন শুধু অপেক্ষা তাঁর সফরের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার।