কলকাতা: “আমাদের কাছে ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালের টেট পাস সবাই সমান। কাউকে আলাদা ভাবে দেখার প্রশ্নই নেই। সবাইকে ইন্টারভিউয়ে বসতে হবে। তার পর মেরিট লিস্টে আসতে হবে। মেরিটের ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে”। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে টেট আন্দোলনকারীদের এমন বার্তাই দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।
সোমবার থেকে করুণাময়ীতে ধর্নায় বসেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা (নট ইনক্লুডেড)। তাঁদের দাবি, ইতিমধ্যেই দু’বার তাঁরা ইন্টারভিউ দিয়েছেন। তাই আর ইন্টারভিউয়ে বসবেন না। সরাসরি নিয়োগ করতে হবে।
অন্য দিকে এ দিন থেকেই সল্টলেকে পাল্টা ধরনায় বসেছেন ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। তাঁদের দাবি, ২০১৪ সালের প্রার্থীরা যদি ইন্টারভিউয়ে বসেন তা হলে তাঁদের আসনে কোপ পড়বে। দু’পক্ষকেই এ দিন বার্তা দিলেন পর্ষদ সভাপতি।
তাঁর হুঁশিয়ারি, “আমাকে যদি আইন ভেঙে কিছু করতে বলা হয় তা হলে আমিও তো অনশনে বসতে পারি। চিরাচরিত যে আইন, আইনানুগ নয় এমন কাজ যদি আমাকে করতে হয়, তাহলে তো আমিও অনশনে বসব। তাঁরা যদি বলেন, তো আমিও তো অনশনে বসতে পারি, আমারও তো অধিকার আছে।”
আরও পড়ুন: ‘ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি’, উত্তরবঙ্গ থেকে ফিরেই বার্তা মুখ্যমন্ত্রীর