প্রথম পাতা খবর প্রাথমিক শিক্ষক নিয়োগে রেজিস্ট্রেশন শুরু, জানুন খুঁটিনাটি

প্রাথমিক শিক্ষক নিয়োগে রেজিস্ট্রেশন শুরু, জানুন খুঁটিনাটি

272 views
A+A-
Reset

কলকাতা: আন্দোলন-অনশনেও লাভ হল না। নিজের অবস্থানে অনড় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিকেল ৪টে থেকে খুলে গেল আবেদনের পোর্টাল। টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য, বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল পর্ষদ। অর্থাৎ, টেট চাকরিপ্রার্থীদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ।

পর্ষদের এ দিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছিলেন, কিন্তু নিয়োগ হয়নি তাঁরা সকলেই এবার আবেদন করতে পারবেন। অর্থাৎ ২০১৪ টেট উত্তীর্ণরা যে দাবিতে আমরণ-অনশনের পথে হেঁটেছিল, তা মানল না পর্ষদ। যথাযথ পদ্ধতি মেনেই নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬-র প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত নিয়ম মেনেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

পাশাপাশি বলে দেওয়া হয়েছে, শুক্রবার বিকেল ৪টে থেকেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন জেলায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫০ টাকা, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা ও তফশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে। যে সব ওয়েবসাইটে আবেদন করা যাবে, সেগুলি হল, www.wbbpe.org wbbprimaryeducation.org.

কোন জেলায় কত শূন্যপদ: এখানে ক্লিক করে দেখুন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি

আরও পড়ুন: টেটে ভুয়ো পরীক্ষার্থী রুখতে পদক্ষেপ, পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক ব্যবস্থার ভাবনা পর্ষদের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.