প্রথম পাতা খবর আজ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

আজ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

226 views
A+A-
Reset

আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টায় বাগডোগরা বিমানঘাঁটিতে পৌঁছে তিনি হেলিকপ্টারে সোজা চলে যাবেন সিকিমে, যেখানে ভারতভুক্তির ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তিও উন্মোচন করবেন।

সিকিম সফর শেষে দুপুর ২টো নাগাদ হেলিকপ্টারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানেই আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ প্রকল্প’-এর শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১০১০ কোটি টাকা।

প্রকল্পটি রূপায়িত হলে প্রায় আড়াই লক্ষ পরিবার পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পাবেন। সঙ্গে শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস পাবে। দুই জেলায় গড়ে উঠবে ১৯টি সিএনজি স্টেশনও, যা সিএনজি যানবাহনের জন্য বড় সুবিধা দেবে।

দুপুর ৩টে নাগাদ প্রধানমন্ত্রীর জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরকে ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.