ফাটলে বাড়ছে আতঙ্ক! জোশীমঠ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়

নয়াদিল্লি: জোশীমঠ পরিস্থিতি নিয়ে রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও)।

একটি বিবৃতিতে পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর মুখ্য সচিব ড. পিকে মিশ্র আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত থাকবেন জোশীমঠের জেলা আধিকারিকরাও। উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এর আগে, শুক্রবার এক উচ্চপর্যায়ের বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। শহরবাসীর জন্য বড়ো বড়ো আশ্রয় শিবির খুলেছে রাজ্য। যেসব হোটেলে ফাটল দেখা গেছে, সেগুলিতে পর্যটকদের থাকা নিষিদ্ধ করেছে সরকার।

উল্লেখ্য, যত সময় এগোচ্ছে, ততই ফাটল দেখা দিচ্ছে জোশীমঠের ঘর-বাড়ি, রাস্তাঘাটে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বুকে তলিয়ে যাচ্ছে প্রাচীন এই শহর। গত কয়েক বছর আগেই এর আভাস মিলেছিল। গত অক্টোবর মাসে প্রবল বর্ষণের সময় থেকেই ঘরবাড়ি আর রাস্তায় ফাটল দেখা দিতে থাকে জোশীমঠে। কিন্তু শেষ ১৫ দিনে ভয়াবহ রূপ নিয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন