প্রথম পাতা খবর আমি বলছি না যে, আমিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী : প্রিয়াঙ্কা গান্ধী

আমি বলছি না যে, আমিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী : প্রিয়াঙ্কা গান্ধী

307 views
A+A-
Reset

সামনেই দেশের পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন। তবে বাকি চার রাজ্যকে ছেড়ে সবার চোখ আটকে রয়েছে উত্তর প্রদেশের নির্বাচন এর দিকেই। এই মুহূর্তে উত্তরপ্রদেশ এর নির্বাচন পর্ব যেন দেশের রাজনীতিতে এক রণক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে।

এক দিকে রয়েছে শক্তিশালী বিজেপি। অন্যদিকে রয়েছে বিজেপি বিরোধী বাকি প্রায় সব রাজনৈতিক দলগুলি, যারা বিজেপিকে পরাস্ত করতে জোটবদ্ধ হয়ে লড়াই করতে একপ্রকার মরিয়া।

আবার নিজেদের স্বার্থ সিদ্ধি কিংবা চিন্তা ধারার সঙ্গে অমিল থাকার কারণে দূরে থাকার চেষ্টাও রয়েছে কিছু বিরোধী দল এর মধ্যে। যাদের মধ্যে উল্লেখযোগ্য, আসাদউদ্দিন ওয়াইসির অল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন পার্টি। যারা এবার ইউপি তে ১০০ প্রার্থী দেওয়ার ঘোষণাও ইতিমধ্যেই করে ফেলেছে।

এর ঠিক অপর দিকে রয়েছে দেশের অন্যতম প্রাচীন জাতীয় দল জাতীয় কংগ্রেস। দেখা যাচ্ছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গে অন্যদল গুলির জোট হলেও কংগ্রেসের থেকে অনেক অনেক দূরে রয়েছে তারা। আবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশে দলের মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী কে হতে চলেছে, এই প্রশ্নেই এখন জর্জরিত কংগ্রেসের উত্তরপ্রদেশের এই কান্ডারী। কারণ, মুখ্যমন্ত্রী কে হবেন, এমন প্রশ্নের সামনে পড়ে শুক্রবার কথা প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি একবার মুখ ফসকে বলে ফেলেন, “আপনারা আমার মুখ সর্বত্র দেখতে পাচ্ছেন, তাই না?”

উত্তরপ্রদেশ বিধানসভার এবারের এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এক রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যেখানে এক দিকে বিজেপি এবং অন্যদিকে বিজেপি বিরোধী বাকি সব রাজনৈতিক দল। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাত দফায় ভোট। বিধানসভা ভোটের ফলাফল ১০ মার্চ প্রকাশিত হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.