প্রথম পাতা খবর তাপপ্রবাহের সম্ভাবনা, আগামী ২৪ ঘন্টায় জেলাগুলির বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহের সম্ভাবনা, আগামী ২৪ ঘন্টায় জেলাগুলির বৃষ্টির পূর্বাভাস

350 views
A+A-
Reset

ডেস্ক: সকাল থেকে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে। শুক্র ও শনিবার প্রবল বৃষ্টির লাল সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে।


নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সাঁড়াশি আক্রমণে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার-উত্তরবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তার ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় বঙ্গে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। 


২ থেকে ৩ ঘন্টার মধ্যে নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: তিন মাস পর বাংলার দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে


বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন শনিবার সকালে মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও অতিপ্রবল এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.