প্রথম পাতা খবর খলিস্তানপন্থী সংগঠনের হয়ে প্রচার! একটি অ্যাপ ও ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র

খলিস্তানপন্থী সংগঠনের হয়ে প্রচার! একটি অ্যাপ ও ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র

294 views
A+A-
Reset

নয়াদিল্লি: নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’(এসএফজে)-এর হয়ে প্রচারের অভিযোগে একটি টিভি চ্যানেলের অ্যাপ এবং ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র।


মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘ওই চ্যানেলটি পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য অনলাইন মিডিয়া ব্যবহার করার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদ উস্কে দিয়ে অশান্তি বাধাতে চাইছে এসএফজে। ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার পক্ষে ওই সংগঠন ‘বিপজ্জনক’ বলেও বিবৃতিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত কৃষি আইন বিরোধী আন্দোলনের সমর্থনে কানাডা থেকে একাধিক বিবৃতি দিয়েছিল এসএফজে। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকার সফরে যান সেই সময় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনটি।


২০১৯ সালের ১০ জুলাই ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনকে ইউএপিএ-আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.