প্রথম পাতা খবর নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

19 views
A+A-
Reset

নির্বাচনের আগে কেন এত তাড়াহুড়ো করে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু করা হল, সেই প্রশ্ন তুলেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারীর দাবি, এসআইআরের সময়সীমা বাড়ানো হোক এবং পুরো প্রক্রিয়াটি আদালতের নজরদারিতে সম্পন্ন করা হোক। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে এবং ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, ভোটের আগে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যেই এই তড়িঘড়ি উদ্যোগ। ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার অনুমতি চাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, “অনুমতির প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে।” এরপরই দায়ের হয় মামলা।

সব্যসাচী চট্টোপাধ্যায়ের পিটিশনে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো উচিত, যাতে সাধারণ মানুষ পর্যাপ্ত সময় পান নাম যাচাই ও সংশোধনের জন্য। পাশাপাশি তিনি আদালতের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া চালানোর আবেদনও জানিয়েছেন।

তাঁর আরও দাবি, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক, কারণ নির্বাচন কমিশন সেই বছরের তালিকাকেই এবারের এসআইআরের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় রয়েছে, তাঁদের অতিরিক্ত কোনও নথি দেখাতে হবে না।

তবুও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে—যদি নাম বাদ পড়ে যায়, তাহলে কী হবে? এই পরিস্থিতিতেই এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.