ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগের সেই প্রক্রিয়া শুরু হলেও ফের বেনিয়মের অভিযোগে মামলা হয় আদালতে। আইনি জটে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে বললেন বিচারপতি। সাতদিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।
এদিন মামলার শুনানির শুরুতে বিচারপতি বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন একটি অপদার্থ সংস্থা। কোন আধিকারিকরা এই কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত।’ বিচারপতির প্রশ্ন তোলেন, ‘২০১৯-এর অক্টোবরে শিক্ষক নিয়োগ নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল, তা মানা হয়নি কেন? নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্টও প্রকাশ হয়নি কেন?’ বিচারপতির পর্যবেক্ষণ, ‘৫ বছরে কমিশন শিক্ষক নিয়োগ করতে পারেনি! এই কমিশনকে বরখাস্ত করে দেওয়া উচিত।’
আরও পড়ুন: শুভেন্দু বাড়িতে এলেও ওঁর সঙ্গে দেখাই করিনি, সাফ জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারম্যানকে বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুন, আমি অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহার করে নেব। আগামী সাত দিনের মধ্যে নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, মেধাতালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম নম্বর প্রকাশ করতে হবে।