প্রথম পাতা খবর আজ রেড রোডে পুজো কার্নিভাল, গত বছরের থেকে বেশি আমন্ত্রিত

আজ রেড রোডে পুজো কার্নিভাল, গত বছরের থেকে বেশি আমন্ত্রিত

234 views
A+A-
Reset

কলকাতা: আজ, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় রেড রোডে অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। অনুষ্ঠানটির মূল মঞ্চটি পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে, যা উপস্থিত দর্শকদের কাছে একটি বিশেষ আকর্ষণ হবে।

রাজ্যের প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কার্নিভালে মোট ২৮,০০০ আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ছ’হাজার বেশি। ফোর্ট উইলিয়ামের দিকে বসার পরিসরও বৃদ্ধি করা হয়েছে। মোট ১০৬টি পুজো কমিটি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। কার্নিভাল শেষ হলে সব প্রতিমা নিরজ্ঞন হবে।

সোমবার সন্ধ্যার পর থেকেই রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। পুজো কমিটিগুলি হেস্টিংসের দিকে শোভাযাত্রার প্রস্তুতি শুরু করেছে। গোটা অনুষ্ঠানে থাকবে একাধিক জায়ান্ট এলইডি স্ক্রিন, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সমাজমাধ্যমে। ড্রোনের সাহায্যে তোলা হবে ছবিও।

কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবগুলিকে মঙ্গলবার দুপুরের আগেই তাদের প্রতিমা এবং শোভাযাত্রা নিয়ে রেড রোডের নিকটবর্তী স্থানে পৌঁছাতে হবে। এ ধরনের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে বলে দাবি প্রশাসনের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.