প্রথম পাতা খবর ‘জগন্নাথ ধাম’ নিয়ে বিতর্কের মাঝে নামের পেটেন্টের পথে পুরীর মন্দির কর্তৃপক্ষ

‘জগন্নাথ ধাম’ নিয়ে বিতর্কের মাঝে নামের পেটেন্টের পথে পুরীর মন্দির কর্তৃপক্ষ

230 views
A+A-
Reset

জগন্নাথ ধাম’, ‘শ্রীমন্দির’, ‘মহাপ্রসাদ’—ভবিষ্যতে এই নামগুলি যেন অন্য কেউ ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করতে এবার আইনি পথে হাঁটছে পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির-সম্পর্কিত শব্দ ও প্রতীকগুলির পেটেন্ট চেয়ে শীঘ্রই আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে ‘জগন্নাথ ধাম’ লেখা ঘিরে শুরু হয়েছে ওড়িশা-বাংলা টানাপড়েন। ঠিক এই পরিস্থিতিতেই সোমবার পুরীর শ্রীমন্দির প্রশাসন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ‘শ্রীমন্দির’, ‘জগন্নাথ ধাম’, ‘মহাপ্রসাদ’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তম ধাম’ এবং মন্দিরের লোগোর পেটেন্ট নেওয়া হবে।

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পাধি বলেন, “ভগবান জগন্নাথের পবিত্রতা, ঐতিহ্য ও অনন্যতা রক্ষা করতেই এই পদক্ষেপ। মন্দির-সংক্রান্ত শব্দের নির্বিচার ব্যবহার যাতে না হয়, সেই কারণেই আইনি সুরক্ষার দিকে এগোচ্ছি আমরা।”

সব মিলিয়ে মন্দিরের নাম ও পরিভাষা নিয়ে দুই রাজ্যের মধ্যে বিতর্কের আবহে এবার বিষয়টি গড়াচ্ছে পেটেন্টের দিকেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.