439
নিজের ২১ তম গ্র্যান্ড স্ল্যাম থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ৩৫ এর ‘ রাফা ‘ ওরফে নাদাল। সেমিফাইনালে। ৩৫ বছরের রাফায়েল নাদালের সামনে স্রেফ উড়ে গেলেন বছর ২৫ এর বেরেত্তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম সেমিফাইনালে এই স্প্যানিশ তারকা জিতলেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে। আর এদিনের এই সহজ জয় তাঁকে ফের একবার পৌঁছে দিল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।
মনে করা হচ্ছে এবার অস্ট্রেলিয়ান ওপেনে যেমন ফর্মে রয়েছেন তাতে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসছে শুধুমাত্র ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল এর নাম।
সেমিফাইনাল পর্যন্ত যে ধারাবাহিকতা আর যে গতিতে তিনি এগচ্ছেন তাতে ফাইনালে ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম যে সহজে ছেড়ে দেবেন না তা বলাই বাহুল্য।