প্রথম পাতা খবর ‘স্কাল্প মিসাইল’ ও ‘হ্যামার বোমা’ দিয়ে পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত রাফাল যুদ্ধবিমানের

‘স্কাল্প মিসাইল’ ও ‘হ্যামার বোমা’ দিয়ে পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত রাফাল যুদ্ধবিমানের

292 views
A+A-
Reset

সূত্রের খবর অনুযায়ী, বুধবার (৭ মে) ভোররাতে রাফাল যুদ্ধবিমান থেকে ‘স্কাল্প মিসাইল’ ছুড়ে এবং ‘হ্যামার বোমা’ ব্যবহার করে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে ধ্বংসাত্মক আঘাত হানে ভারত। এই হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদ ও লস্কর-এ-তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে, যারা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল বলে দাবি ভারতীয় সেনার।

সূত্র বলছে, ৯টি লক্ষ্যবস্তুর মধ্যে ৪টি পাকিস্তানে ও ৫টি পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত। পাকিস্তানে যেসব জায়গায় আঘাত হানা হয়েছে সেগুলি হল— বহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট ও চাক আমরু। পাক-অধিকৃত কাশ্মীরে আঘাত হানা হয়েছে কোটলি, গুলপুর, ভিম্বর ও মুজাফ্‌ফরাবাদের দুটি জায়গা।

এই অভিযান ছিল ত্রিবাহিনীর যৌথ অপারেশন, যার নাম ‘অপারেশন সিঁদুর’। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী:

“আমাদের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানের কোনও সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করা হয়নি। লক্ষ্য বেছে নেওয়া ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”

এই অভিযান ভারতীয় বাহিনীর কৌশলগত সক্ষমতা ও প্রতিক্রিয়াশীল মনোভাবের স্পষ্ট প্রতিফলন, যা ভবিষ্যতের জঙ্গি কার্যকলাপকে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.