নয়াদিল্লি: কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক’।
লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা টেনেছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও ভারত জোড়ো যাত্রার তুলনা টেনেছেন তিনি।
এখানেই শেষ নয়, রাহুল গান্ধীর প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা আরও বলেন, “রাহুল গান্ধী যুবদের আদর্শ হিসাবে উঠে আসছেন। তাঁর ভাবমূর্তি আগের থেকে এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু মানুষ রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু দেশের খুব গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উঠে আসছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে রাহুল গান্ধীর। তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন এবং দেশের বিকাশে বিশেষভাবে অংশ নিয়েছেন।”
তবে এই প্রথম নয়, এর আগে গত বছরের অক্টোবরে একটি সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, “ভারত জোড়ো যাত্রায় যথেষ্ট ভাল সাড়া পেয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর ক্যারিশমা কাজ করতে শুরু করেছে। মানুষের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেয়েছেন তিনি। আমার মনে হয়, এই যাত্রার ফলে লোকসভায় নিজেদের আসন সংখ্যা প্রায় দ্বিগুণ করে ফেলবে কংগ্রেস।”