প্রথম পাতা খবর নিয়োগ বাতিল মামলায় রাষ্ট্রপতির কাছে চিঠি রাহুল গান্ধীর, যোগ্যদের চাকরি রক্ষার আর্জি

নিয়োগ বাতিল মামলায় রাষ্ট্রপতির কাছে চিঠি রাহুল গান্ধীর, যোগ্যদের চাকরি রক্ষার আর্জি

204 views
A+A-
Reset

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৫,৭৩৫ শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন রাহুল গান্ধী। মঙ্গলবার এক্স-এ নিজের লেখা চিঠি প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা জানান, “যোগ্যদের চাকরি রক্ষা করা জরুরি, কারণ এই রায়ে চরম অবিচার হয়েছে।”

চিঠিতে রাহুল লেখেন, “আদালতের নির্দেশে হাজার হাজার শিক্ষক হঠাৎ করেই কর্মহীন হয়ে গিয়েছেন। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা আমাকে অনুরোধ করেছেন, যেন আমি এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি।” তিনি বলেন, আদালতের নির্দেশে যেমন অযোগ্যরা ছাঁটাই হয়েছেন, তেমনই বহু যোগ্য প্রার্থীও ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে এসেছেন, তাঁদের এমনভাবে চাকরি হারানো মানসিক ও আর্থিক বিপর্যয় ডেকে এনেছে।

রাহুলের বক্তব্য, “আপনি নিজেও এক সময় শিক্ষকতা করেছেন। তাই আমার বিশ্বাস, এই মানবিক দিকটি আপনি অনুধাবন করবেন। অনুরোধ, সরকারের কাছে আপনি হস্তক্ষেপ করুন, যাতে যোগ্যদের চাকরি বহাল রাখা যায়।”

চিঠিতে রাহুল আরও দাবি করেন, এই হঠাৎ ছাঁটাইয়ের ফলে শুধু শিক্ষকরাই নয়, তাঁদের পরিবারের পাশাপাশি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর আবেদন, “যোগ্যদের পাশে দাঁড়ানো এখন প্রয়োজন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.