কলকাতা: উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচি বদল। শুক্রবার থেকে মালদহ-নিউ ফরাক্কা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জন্য বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
জানা গিয়েছে, মালদহ-নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য উত্তরবঙ্গগামী অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১০ দিন এক ঘণ্টা দেরিতে ছাড়বে। এ ছাড়া দিঘা-মালদহ টাউন এক্সপ্রেসের টাইমটেবিলেও পরিবর্তন এসেছে।
এমনিতে, শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে। তবে, ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪ এবং ২৬ জানুয়ারি এই সময় বদলে যাবে। এর বদলে ওই ১০ দিন সকাল ৭টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।
এ ছাড়া আজ থেকে চারদিন দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস (১৩৪১৭) যাত্রা পথে আধঘণ্টা দাঁড়িয়ে থাকবে। সংস্কার কাজের জেরেই ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটবে। ৫, ১২, ১৯ এবং ২৬ জানুয়ারি এই চারদিন।