প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন শিয়ালদহ ডিভিশনে। উত্তর ও দক্ষিণ—দুই শাখার বহু ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে। যাত্রীদের প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবার বড় সিদ্ধান্ত নিল রেল। নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট শাখার ট্রেন ছাড়বে, এক প্ল্যাটফর্মে একাধিক শাখার ট্রেন আর চলবে না।
শিয়ালদহ ডিআরএম-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন কোন প্ল্যাটফর্ম থেকে কোন শাখার ট্রেন:
১. ১–৫ নম্বর প্ল্যাটফর্ম: গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুরগামী লোকাল ট্রেন (শিয়ালদহ মেইন শাখা)
২. ৫–৮ নম্বর প্ল্যাটফর্ম: ডানকুনি ও বারুইপুরগামী লোকাল ট্রেন
৩. ৬–১০ নম্বর প্ল্যাটফর্ম: বনগাঁ, বারাসত, হাবড়া, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম, ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রামগামী ট্রেন
৪. ৯, ১১, ১৪ নম্বর প্ল্যাটফর্ম: দূরপাল্লার ট্রেন
৫. ১৫–২১ নম্বর প্ল্যাটফর্ম: ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুর, সোনারপুর, নামখানা, বারুইপুর, ক্যানিংগামী ট্রেন (শিয়ালদহ দক্ষিণ শাখা)