প্রথম পাতা খবর পাঁশকুড়া-দিঘা লাইনে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সময়সীমা বাড়াল রেল

পাঁশকুড়া-দিঘা লাইনে ২টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সময়সীমা বাড়াল রেল

219 views
A+A-
Reset

দিঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? আপনার জন্য রইল দারুণ খবর। পর্যটকদের সুবিধার্থে পাঁশকুড়া-দিঘা লাইনের ২টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সময়সীমা বাড়াল দক্ষিণ-পূর্ব রেল। ৮ জুন পর্যন্ত নির্ধারিত এই ট্রেন দু’টির পরিষেবা এখন পাওয়া যাবে ২২ জুন পর্যন্ত। রেল সূত্রে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে।

৯ এপ্রিল থেকে যাত্রীদের চাপে বিশেষ করে ছুটির দিনে দিঘা রুটে এই স্পেশাল ট্রেন চালু করেছিল রেল। তা সাময়িক হলেও জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে সামনে ১২ জুন জগন্নাথের স্নানযাত্রা থাকায় দিঘায় পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

পাঁশকুড়া থেকে প্রতিদিন সকাল ১১টায় ট্রেনটি ছাড়বে এবং দুপুর ১টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছবে। দিঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি বিকেল ৫টা ৩৫ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছবে। এই রুটে লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকা এবং ন্যূনতম ভাড়া ১০ টাকা।

দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক সরোজ কুমার ঘড়া জানিয়েছেন, এই স্পেশাল ট্রেন দু’টি যাত্রীদের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে। স্থায়ীভাবে চালানোর বিষয়ে যাত্রীদের পক্ষ থেকে অনুরোধ এসেছে। বিষয়টি বিবেচনায় রাখা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.