দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বৃষ্টি, কিন্তু উত্তরবঙ্গে বাড়ছে বর্ষার তেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। সোমবার থেকে আকাশ আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন আবহবিদরা। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি উলটো — সেখানে এখনই জারি হয়েছে লাল সতর্কতা।
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা ঘোষণা করা হয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় কমলা সতর্কতা বলবৎ করা হয়েছে।
আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “৫ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রবল থাকবে। ৬ তারিখ থেকে কিছুটা কমলেও আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ৫ তারিখে মুর্শিদাবাদ ও নদিয়ার কয়েকটি জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।”
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি কিছুটা হলেও থাকবে। ৫ তারিখে মেঘলা আকাশের পাশাপাশি দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ৬ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
৬ তারিখের পর থেকে রাজ্যের অধিকাংশ জায়গায় হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিই থাকবে বলে পূর্বাভাস।