প্রথম পাতা খবর উত্তরবঙ্গেই আটকে বর্ষা, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস ? জেনে নিন

উত্তরবঙ্গেই আটকে বর্ষা, দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস ? জেনে নিন

331 views
A+A-
Reset

শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গেই থমকে আছে। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। তবে আজ শহরে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে সাময়িক হলেও স্বস্তি মিলবে। তবে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। মঙ্গলবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।

অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সপ্তাহের প্রথম দিনেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা বৃদ্ধি বা কমার সম্ভাবনা নেই। কলকাতায় ৯০ শতাংশের কোঠায় আপেক্ষিক আর্দ্রতা। দিনভর তাই চরম অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধের পর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনো সম্ভবনা নেই বলেই জনিয়েছে হওয়া অফিস। এখনও মৌসুমীবায়ু প্রবেশ করতে বেশ কয়েকদিন সময় লাগবে। তবে স্থানীয়ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে হতে বৃষ্টিসম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বুধবারের মধ্যে নদিয়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে গরম একটু বেশি হবে।

কবে ঢুকবে দক্ষিণবঙ্গে বর্ষা? তা নিয়ে আবহাওয়া দফতর এখনও কোনও পূর্বাভাস দেয়নি।  তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও দিন দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। হিসেবে মতো চলতি সপ্তাহেই তা হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.