কলকাতা: নবমীর দুপুর, দশমীর বিকেল। কলকাতা এবং আশেপাশের জেলায় বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘হামুন’। এগোচ্ছে বাংলাদেশের দিকে। একাদশীতে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মহানগরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা।
হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের দিকে এগনোয় তার প্রভাব পশ্চিমবঙ্গে কম পড়বে। তবে বুধবারেও উপকূলের জেলায় বৃষ্টি চলবে। এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।
এর পর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া – কোথাও বৃষ্টি হবে না।