আজ থেকে হাওয়া বদল, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শেষ কয়েক দিন তাপপ্রবাহের পুড়ছে কলকাতা-সহ রাজ্যের অন্য জেলাগুলি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর-নীচে। অবশেষে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। 

তবে এ দিনও কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবারও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির (দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি) তাপমাত্রা চল্লিশের কাছাকাছি থাকতে পারে। অন্য দিকে, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শনিবার পর্যন্ত তাপমাত্রা ৪১-এর ওপরে থাকতে পারে। তারপর কিছুটা কমবে।

এর পর বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলবে তা নিয়ে সন্দেহে আবহাওয়াবিদরা। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রোদের তাপ কমলেও সাগর থেকে জলীয় বাষ্পের জোগান বাড়বে আরও। তাই ঘেমো গরম ফিরে আসবে। তবে তাপের প্রভাব কম থাকার কারণে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন