রাজ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী ৪৮ ঘন্টা। মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ আশপাশের এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একটানা বৃষ্টির সম্ভাবনাও নেই। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আগামী ২৪ ঘন্টা রবিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৩ জুলাই বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন :
দেশজুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা : সুপ্রিম কোর্ট
আজ রথযাত্রা, পুরীর মন্দিরে আজ ভক্তদের জনসমুদ্র
বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা
বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে