চলতি সপ্তাহে এক দিনও বিরাম দেয়নি বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে রোদের দেখা তেমন মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে সরেছে। ফলে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমবে, তবে একেবারে থামবে না। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপর ছিল এবং তার সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে ৫.৮ কিমি উচ্চতায়। মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, ভিওয়ানি, আলিগড়, বান্দা, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্ষার বৃষ্টি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সবত্র সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। শুধু সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি হয়নি।
উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে এবং পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে, মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।