প্রথম পাতা খবর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন আশাবাদী রাজীব

উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন আশাবাদী রাজীব

255 views
A+A-
Reset

ডেস্ক: বিধানসভা ভোটে ডোমজুড়ে বিপুল ভোটে হারতে হয়েছিল। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ফের তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা চলছে। এমন কি হেস্টিংসে বিজেপির দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির দফতরে রাজীবের জন্যে বরাদ্দ ঘরও তুলে নেওয়া হয়েছে। সেই ঘর এখন বরাদ্দ রয়েছে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের জন্যে। তবে কলকাতায় পা রেখেই ফের একবার বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। কার্যত বিজেপি নেতৃত্বকে তুলোধোনা।


একাধিক বিষয়ে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন। তিনি বলেন, ভোটের প্রথমদিন থেকে এমন কোনও শব্দ ব্যবহার না করার কথা দলকে জানিয়েছিলাম। এমনকি যে সব বিভেদমূলক, বিভাজনমূলক মন্তব্য করা হচ্ছিল সেই বিষয়েও দলকে জানিয়েছিলাম। বারবার সতর্ক হওয়ার কথা জানিয়েছিলাম। কিন্তু কেউ শোনেনি। আর সেগুলি মানুষকে ভাবিয়েছে বলে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। রাজীবের মতে, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালভাবে নেয়নি বাংলার মানুষ। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম, খালা বলেও আক্রমণ করা ঠিক হয়নি বলে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ইডি-‌র সমন মামলায় অভিষেক-রুজিরাকে অন্তর্বতীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট


ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।  এ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলে, সেটা হত বিজেপির গুড জেশ্চার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। এ ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় অনেক দিন আগেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। শেষপর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।


দলবদল করে বাবুল সুপ্রিয় মন্তব্য করেছেন, দিলীপ ঘোষের জন্যই ভোটে হেরেছে বিজেপি। এ ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা একান্তই বাবুলের ব্যক্তিগত মন্তব্য। রাজীবে মতে, যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে তাঁকে এভাবে আক্রমণ করা শোভনীয় নয়। উল্লেখ্য, ভোটের সময়ে একাধিকবার শুভেন্দু অধিকারীকে বেগম, খালা বলে আক্রমণ করতে শনা গিয়েছিল। আজ সেই বিষয়টিকে তুলে এনেই নাম না করে কার্যত শুভেন্দু অধিকারীকে তোপ রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.