প্রথম পাতা খবর সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার টিকিট, প্রবীণ নেতা কপিল সিবল ছাড়লেন কংগ্রেস

সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার টিকিট, প্রবীণ নেতা কপিল সিবল ছাড়লেন কংগ্রেস

334 views
A+A-
Reset

দীর্ঘ বিদ্রোহের পর কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা কপিল সিব্বল। এবার সমাজবাদী পার্টির হয়ে রাজনীতির মঞ্চে দেখা যাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। যোগ দিলেন অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিতে। সপার টিকিটে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় লড়ছেন বর্ষীয়ান সাংসদ।

বুধবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সদস্য হিসেবে রাজ্যসভা সাংসদ পদের জন্য মনোনয়ন পেশ করেন কপিল সিব্বল। একইসঙ্গে জানিয়ে দেন, গত ১৬ মে তিনি কংগ্রেসের সদস্যপদ ছেড়েছেন। তিনি বলেন, আমার মনে হয় পার্লামেন্টে এবার কোনও নিরপেক্ষ জায়গা থেকে বক্তব্য রাখা উচিত। তাই সপা-র সহযোগিতায় রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছি।

কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে অনেক দিন আগেই। বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কপিলের দাবি তিনি গত ১৬ মে কংগ্রেস ছেড়েছেন। রাজ্যসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের হয়ে সবচেয়ে বেশি সরব থাকতেন তিনি। কিন্তু সোনিয়া-রাহুলদের সঙ্গে মতের অমিলের জেরে বিদ্রোহী হয়ে ওঠেন তিনি। যার কারণে মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ফের রাজ্যসভায় কংগ্রেস পাঠাবে কি না তা নিয়ে নিজেই ধন্দে ছিলেন কপিল। আঁচ করতে পেরেই সমাজবাদীদের দলে ভিড়েছেন তিনি।

তাঁর এই পদক্ষেপ নিয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘দলের সঙ্গে হয়তো ওর সম্পর্ক খারাপ হয়েছে। তাই এই সিদ্ধান্ত। কিন্তু একসময় কংগ্রেসের থেকে প্রচুর সুযোগ-সুবিধা পেয়েছে। যোগ্যতার চেয়ে বেশি কংগ্রেস ওকে দিয়েছে। এই মানসিকতা সমর্থনযোগ্য নয়।’ পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ জানান, ধর্মনিরপেক্ষ রাজনীতিতে যারা বিশ্বাসী এবং বিজেপিকে হারাতে চায়, তাদের মধ্যে অন্যতম সমাজবাদী পার্টি। উনি বড়মাপের নেতা, তাই আমরা তাঁকে সম্মানিত করলাম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.