প্রথম পাতা খবর আজ রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’! এই পবিত্র মুহূর্তেই শুরু অনুষ্ঠান

আজ রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’! এই পবিত্র মুহূর্তেই শুরু অনুষ্ঠান

412 views
A+A-
Reset

অযোধ্যা: সোমবারই অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে,আজ দুপুর ১২টা ১৫ থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠা। সে সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ পাঁচজন।

সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।

মোদী ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো।

প্রচুর মানুষের আগমন ঘটবে অযোধ্যায়। থাকবেন অনেক ভিভিআইপিরাও। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে, তাতে শামিল হবেন তারকারা। দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় যাবেন বহু ‘ভিভিআইপি’। তাঁরা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.