223
রাজ্যে উৎসবের মরশুমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র চলছে, এমনটাই জানালেন আইজি (এডিজি) আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।
শনিবার সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, “কেউ প্ররোচনায় পা দেবেন না, কোথাও অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
গোপন সূত্রে খবর, পোস্টারের মাধ্যমে হিংসা ছড়ানোর পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।