প্রথম পাতা খবর রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নাম বদল! নতুন নাম ‘অমৃত উদ্যান’

রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নাম বদল! নতুন নাম ‘অমৃত উদ্যান’

282 views
A+A-
Reset

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নতুন নাম হল ‘অমৃত উদ্যান’। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির অধীনে শনিবারই এই সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাবিকা গুপ্তা জানিয়েছেন, “আজাদি কা অমৃত মহোৎসব” হিসাবে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে, ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন উদ্যানের নামকরণ করা হয়েছে ‘অমৃত উদ্যান’ হিসেবে”।

আগামী ৩১ জানুয়ারি থেকে বাগানটি খুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খোলা থাকবে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত। মাঝে রক্ষণবেক্ষণের দিনগুলি এবং ১৮ মার্চ হোলির দিন বন্ধ থাকবে। ঘুরে দেখার জন্য অনলাইন অগ্রিম বুকিংয়ের মাধ্যমে স্লট সংরক্ষণ করতে পারেন দর্শকরা। উল্লেখযোগ্য ভাবে, ২৮-৩১ মার্চ বিশেষ দর্শকদের জন্য বাগান খোলা থাকবে। যেমন, ২৮ মার্চ কৃষকদের জন্য, ২৯ মার্চ বিশেষ ভাবে সক্ষম, ৩০ মার্চ প্রতিরক্ষাকর্মী, পুলিশ এবং ৩১ মার্চ স্বনির্ভর গোষ্ঠীর উপজাতি মহিলাদের জন্য।

উল্লেখ্য, প্রতি বছরই মোঘল গার্ডেন দেখতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। বছরের নির্দিষ্ট সময় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বাগান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.