প্রথম পাতা খবর সবজির দাম কমবে মাস ঘুরলেই, আশ্বাস আরবিআই গভর্নরের

সবজির দাম কমবে মাস ঘুরলেই, আশ্বাস আরবিআই গভর্নরের

379 views
A+A-
Reset

নয়াদিল্লি: সবজির দামেও আগুন। যেন হাত ছোঁয়ানো যায় না। নিত্যদিন বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। জুন মাসের শেষ সপ্তাহ থেকেই চড়চড়িয়ে বেড়েছে শাক-সবজির দাম। সেই দৌড় আপাতত স্থিমিত। মাস ঘুরলেই মিলতে পারে বড়ো স্বস্তি।

“সবজির দাম হ্রাস পাচ্ছে। সেপ্টেম্বর থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।” বুধবার এমনটাই বলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস।

উল্লেখযোগ্য ভাবে, শাকসবজি এবং খাদ্যশস্যের দাম বৃদ্ধির কারণে, খুচরো মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে হয়েছে ৭.৪৪ শতাংশ। যা শেষ ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। শক্তিকান্ত দাস বলেন, সেপ্টেম্বর থেকে ভারতে সবজির দাম কমতে পারে। কারণ, মূল্যস্ফীতি বেশি হলেও গত কয়েক মাসে দাম হ্রাস পাওয়ার প্রবণতা ধরা পড়েছে। তবে, ভূ-রাজনৈতিক কারণ খাদ্যের দামে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, “বিভিন্ন ক্ষেত্র জুড়ে মুদ্রাস্ফীতি যাতে স্থায়ী ও মাঝারি না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাঙ্ক সজাগ রয়েছে। ঘন ঘন খাদ্যের দামের ধাক্কা স্থিতিশীল মুদ্রাস্ফীতির প্রত্যাশা বজায় রাখার জন্য ঝুঁকি তৈরি করে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা গত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কাজ করছি।”

শক্তিকান্ত দাস বলেন, মূল্যস্ফীতি ৪ শতাংশের লক্ষ্যের কাছাকাছি রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাঁর কথায়, টেকসই উন্নয়নের ভিত্তি হতে হবে মূল্য স্থিতিশীলতা। আর যাই ঘটুক, এই পরিস্থিতি ২০২৩-২৪ সালে বৃদ্ধি ধরে রাখতে এবং মূলধন ব্যয় চক্রকে ত্বরান্বিত করার জন্য অনুকূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.