ভিভিআইপি প্রমাণ করার জন্য রাস্তায় পুলিশের ব্যস্ততা, লাল–নীলবাতি জ্বালানো এবং তার জেরে সাধারণ মানুষের ভোগান্তি পছন্দ নয়, রাজ্যের প্রশাসনিক প্রধানের। মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন, গাড়িতে যেন কোনও লাল–নীল আলো লাগানো না হয়। এমনকী জনসাধারণের চলাচলের রাস্তা আটকে যাতায়াত করাও যাবে না।
প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদে বসার দিন থেকেই মমতা এই ধরনের বিষয় এড়িয়ে চলেছেন। এমনকি তিনি সরকারি গাড়িতে চড়েন না এবং গাড়ির মাথায় লাল-নীল বাতিও ব্যবহার করেন না। মমতার কনভয়ের পুলিশের গাড়িগুলিও যায় তাঁর গাড়ির পিছনে। খুব অনিবার্য কোনও কারণ বা প্রয়োজন ছাড়া তিনি সামনে কোনও পাইলট কার নেন না।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মিনিস্টারদের বলেছি, গাড়িতে লাল–নীল আলো লাগাবেন না। পুলিশেরও যাঁরা আছেন, আপনারা যখন রাস্তা দিয়ে যান, তীব্র গতিতে গাড়ি চালিয়ে যান। এটায় কিন্তু বদনাম হয়। আমি নিজে ট্র্যাফিকে দাঁড়াতে খুব পছন্দ করি। যদি অন্য গাড়ি আটকানো হয়, আমার সঙ্গে যাঁরা থাকেন, আমি সারাক্ষণ ওঁদের বকাবকি করি যে, কেন আটকেছে গাড়ি। আমি একদিক দিয়ে যাব, ওরা আর একদিক দিয়ে যাবে। রাস্তা যত সচল থাকবে, তত ভাল থাকবে।’ তাঁর অভিযোগ, যাঁরা (ভিআইপি-রা) খুব বেশি গতিতে গাড়ি নিয়ে যান, মানুষ তাঁদের পছন্দ করে না। অনেক সময়ে তাঁদের যাওয়ার রাস্তা অন্যদের জন্য বন্ধ রাখা হয়। এ ভাবে রাস্তা ব্লক করা চলবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা।