প্রথম পাতা খবর সাধারণতন্ত্র দিবস ২০২৪: সেজে উঠেছে রেড রোড

সাধারণতন্ত্র দিবস ২০২৪: সেজে উঠেছে রেড রোড

420 views
A+A-
Reset

কলকাতা: শুক্রবার সাধারণতন্ত্র দিবস। এই দিনটিতে বর্ণাঢ্য অনুষ্ঠান এবং কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উদযাপিত হয় গোটা দেশে।  ‘২৬ জানুয়ারি’ পালন করতে সেজে উঠেছে কলকাতার রেড রোড।

শুক্রবার মূল কুচকাওয়াজ হবে রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিবাদন গ্রহণ করবেন। সাধারণতন্ত্র দিবসে কলকাতাকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হল। কলকাতার রেড রোড ও সংলগ্ন এলাকায় চলবে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে ২৫০০ এর বেশি পুলিশ বাহিনী। থাকবেন পুলিশের উচ্চ পদের আধিকারিক। ১৮ টি জোনে ভাগ করে চলবে পেট্রোলিং। ওয়াচ টাওয়ার থেকে চালানো হবে নজরদারি। থাকবে অ্যাম্বুল্যান্স পরিষেবাও। 

রেড রোডে সেনাবাহিনীর কুচকাওয়াজ, সমরাস্ত্র প্রদর্শনী- সবই থাকবে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। তার আগেই সারা হয়েছে মহড়া। সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতিতে হয়ে গিয়েছে ফুল ড্রেস কুচকাওয়াজের মহড়াও।

এ বছর দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবস। উদ্‌যাপনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ কলকাতার রেড রোডে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ভারতের ইতিহাসে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৫০ সালে এই ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়। এর ঠিক ছয় মিনিট বাদে এই ঐতিহাসিত মুহূর্তকে উদযাপন করতে দেশের রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.