ভোপাল: মঙ্গলবার চার বছর বয়সি এক বালক পড়ে যায় ৬০ ফুট গভীর কুয়োয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে উদ্ধারের কাজ চলছে। মধ্যপ্রদেশের বিদিশা জেলার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়োয় পড়ে যাওয়া বালকের নাম লোকেশ। উদ্ধারকারী দলের মতে, এখন সে ওই কুয়োর ৪৩ ফুট গভীরতায় একটি খাঁজে আটকে রয়েছে। পাশ দিয়ে একটি গর্ত খুঁড়ে তাকে উদ্ধারের কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে উপরে তুলে আনা যায়, সেই চেষ্টাই চালাচ্ছেন উদ্ধারকারীরা। কর্তৃপক্ষের আশা, কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।
বিদিশার এএসপি সমীর যাদব বুধবার সকাল ১০টা নাগাদ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “কুয়োর সমান্তরাল খননের কাজ সম্পূর্ণ হয়েছে। এনডিআরএফ এ বার একটি টানেল তৈরি করবে। লোকেশকে সুরক্ষিত রাখার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর পরে, টানেলটি তৈরি করা হবে। এই কাজ সম্পূর্ণ হতে ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে। শিশুর চিকিৎসায় কয়েক জন চিকিৎসকও এখানে উপস্থিত রয়েছেন”।
এএসপি আরও জানান,লোকেশকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যাপ্ত অক্সিজেনও সরবরাহ করা হচ্ছে কুয়োর ভিতর। তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যে কারণে তার কাছে খাবার পৌঁছে দেওয়া যায়নি।