কলকাতা: কিছু নিয়ম শিথিল, রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়ল। বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলেও এথনই বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হল না৷ তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷
এদিন কিছুটা হলেও বিধিনিষেধ শিথিল করলেন। বলেন, ‘১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস খোলা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে অফিস। অ্যাপের মাধ্যমে পুলিসের কাছ থেকে নিতে হবে ই-পাস। প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। দুটি ডোজ নেওয়া থাকলে তবেই অনুমতি।
বাজার-হাট, খুচরো দোকান খোলা থাকবে ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকান খোলা থাকবে ১১টা থেকে ৬টা। শপিংমলের খুচরো দোকানগুলি খোলা রাখা যাবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মল খোলা যাবে। তবে কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন সমস্ত কর্মীদের টিকা দেওয়া হয়। বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত। তবে স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ একক দোকানগুলি সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা যাবে। ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। নির্দিষ্ট সময়ে ৩০ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না।
আরও পড়ুন: লক্ষ্য ২০২৪! তৃণমূল মহিলা কংগ্রেসকে ঢেলে সাজাবেন কাকলি ঘোষ দস্তিদার
রেস্তোরাঁ ও বার খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা। রাখতে হবে ৫০ শতাংশ আসন।৫০ জনকে নিয়ে শুটিং শুরু করা যাবে। মাস্ক ও টিকা বাধ্যতামূলক।খেলাধুলো আগের মতোই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তা দর্শকশূন্য হিসেবে করতে হবে। ব্যাঙ্ক খোলা থাকবে আগের মতোই, সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। বিবাহ ও অন্য়ান্য সামাজিক অনুষ্ঠানে ৫০জনের বেশি অতিথি থাকবে না।
আগের নিয়ম মতোই আপাতত, স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে লোকাল, বাস, মেট্রো ট্রেন। স্পা, জিম এবং মাল্টিপ্লেক্স ও সিনেমা হল বন্ধ থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।আপাতকালীন পরিস্থিতি বাদে ঘর থেকে বেরোন যাবে না।