প্রথম পাতা খবর আরজি করে হামলায় জড়িত কারা? মুখ খুললেন মমতা

আরজি করে হামলায় জড়িত কারা? মুখ খুললেন মমতা

270 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। বুধবার রাতে আন্দোলনকারীদের উপর হামলায় বিক্ষোভের আগুন কার্যত ঘি পড়েছে। বৃহস্পতিবার এ বিষয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে যান মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি যতটুকু তথ্য পেয়েছি, তাতে আমি ছাত্রছাত্রীদের কোনও দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছেন। আমার সবথেকে খারাপ লাগছে, ঘটনাটা দুঃখজনক। আমি তো কাল মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক। আমরা রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তখন ওদের সহযোগিতা করব। সমস্ত ডকুমেন্ট দিয়েছি।”

একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আপনারা ভাল করে ভিডিয়োগুলো দেখুন। এখন তো এআই দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিয়ো বানানো হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে।”

চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের তরফ থেকে বহুবার প্রিন্সিপাল সেক্রেটারি অনুরোধ জানিয়েছেন। আমিও অনুরোধ করেছি যতটা সম্ভব। আজও অনেকে পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে ফিরছেন। তাঁদের ক্ষমতা নেই। বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পান। মারা গিয়েছেন কয়েকজন শুনলাম। বাচ্চা থেকে প্রসূতি মা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন শুনলাম। চিকিৎসা দেওয়া হয়নি। তবে কিছু জুনিয়র ডাক্তার, সিনিয়র কোথাও কোথাও এমার্জেন্সি করছেন। আমি তাঁদের অনেক ধন্যবাদ জানাই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.