কলকাতা: আরজি কর মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আচরণে ক্ষোভ প্রকাশ করলেন শিয়ালদহ আদালতের বিচারক। শুক্রবার আদালতে সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নিয়ে বিচারক প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেন। শুনানি শুরু হওয়ার পরেও সিবিআইয়ের আইনজীবী আদালত কক্ষে উপস্থিত না থাকায় বিচারক অসন্তোষ প্রকাশ করেন। প্রায় ৪০ মিনিট পরে সিবিআইয়ের আইনজীবী আদালতে পৌঁছন। এই বিলম্ব নিয়ে বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন, ‘‘তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব?’’
অন্যদিকে, ধৃতের আইনজীবী কবিতা সরকার এদিন আদালতে দাবি করেছেন, ধৃত ব্যক্তি এই ঘটনায় যুক্ত নয়। উচ্চ আদালতেও ওই অভিযুক্তের কোনও জামিন মামলা আটকে নেই। এছাড়া তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা, কোনও বহিরাগত নন। এই যুক্তিতে অভিযুক্তকে জামিন দেওয়ার আর্জি জানান তিনি।
সিবিআই আইনজীবীর উপস্থিতির পরে, সিবিআই ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করে এবং ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায়। আদালত সেই আবেদনে সম্মতি জানিয়ে ধৃতকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আরজি কর-কাণ্ডে এখনও পর্যন্ত এক জনকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরের দিন কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ দাবি করে, ধৃত তার অপরাধ স্বীকার করেছেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং ধৃতকেও তাদের হেফাজতে দেওয়া হয়। কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পরে তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
ইতিমধ্যে, সিবিআই ধৃতের পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন করেছে। যদিও তদন্তের বিষয়ে সিবিআই কোনও তথ্য প্রকাশ করেনি, আদালতে ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করার পাশাপাশি তারা আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।