কলকাতা: আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আজ সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠন হবে। মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও রয়েছে এই মামলায়।
এই মামলায় গত মাসে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। এই চার্জশিটে সিবিআই জানিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারই এই নারকীয় ঘটনার মূল হোতা, যা তাদের হাতে থাকা তথ্য-প্রমাণে প্রমাণিত। সংগৃহীত বয়ান, ভিডিও ক্লিপিং এবং ফরেনসিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মোট ১১টি ‘প্রমাণ’ সিবিআই হাতে পেয়েছে। এই প্রমাণগুলির ভিত্তিতেই দেহ উদ্ধারের ৮৭ দিন পর আজ আদালতে চার্জ গঠন হবে, যা সম্পন্ন হলেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
মামলায় প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রধান। সিবিআই দাবি করেছে, অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের কার্যকলাপ এবং ঘটনাস্থলের তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে অভিযুক্ত এই অপরাধে সরাসরি জড়িত।