প্রথম পাতা খবর আজ রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

আজ রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

219 views
A+A-
Reset

কলকাতা: জুনিয়র ডাক্তারদের মধ্যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিন ধরেই উঠছে নানা প্রশ্ন। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছে তাঁরা। সোমবার দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার অনশনমঞ্চের সামনেই শুরু হবে জমায়েত।

সূত্রের খবর, সিবিআই তদন্তে স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং এর প্রক্রিয়ায় কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ না হওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করবেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের এই অভিযানে সমর্থন জানাতে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। সিবিআইয়ের প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে। চার্জশিট নিয়ে সিবিআইয়ের প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি উঠেছে।

অন্য দিকে, এ দিনই চিকিৎসকদের সব সংগঠনকে বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। স্বাস্থ্যভবনের ওই বৈঠকে প্রত্যেক চিকিৎসকদের সংগঠনকে ২ জন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.