আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড়, গ্রেফতার বেড়ে ৩৭

কলকাতা: দিন যত যাচ্ছে ততই আরজি কর কাণ্ডে আরও ঘোলা হচ্ছে জল। এদিকে আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড়।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোট ৩৭ জন।

উল্লেখ্য, আরজি করের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগস্ট শহর জুড়ে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আরজি কর হাসপাতাল চত্বরে সেই কর্মসূচি চলাকালীন এক দল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়। 

বর্তমানে কড়া পুলিশি নিরাপত্তায় মোড়া আরজি কর হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে আরজি করে সমস্ত জায়গাতেই রাখা হয়েছে পুলিশ। রয়েছে পড়ুয়া চিকিৎসকদের ধরনা মঞ্চ। হাসপাতালে বাইরে রয়েছে বিশাল পুলিশি ব্যবস্থা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক