কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য। মৃত্যুর প্রতিবাদ এবং একাধিক দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। তবে খোলা থাকবে জরুরি বিভাগ।
শুক্রবার সকালে আরজি করে এক ট্রেইনি চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল হাসপাতাল চত্বরে। প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল যে সেই তরুণী আত্মহত্যা করেন। পরে অবশ্য ময়নাতদন্তের পর স্পষ্ট হয় যে, আত্মহত্যা নয়, বরং ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে সেই চিকিৎসককে।
ওই চিকিৎসকের মা দাবি করেছেন, ‘অর্ধনগ্ন’ অবস্থায় তাঁর মেয়ের দেহ মিলেছে। উঠেছে ধর্ষণের অভিযোগ। যদিও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত-সহ তাদের বাকি দাবি যত ক্ষণ না মানা হবে, তত ক্ষণ বন্ধ থাকবে কাজ। শুধু হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তদন্ত করতে ভয় কেন পাচ্ছে? এদিকে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।