নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র মুখ কে? লোকসভা ভোটের মুখে জোরালো হচ্ছে এমনই প্রশ্ন। তবে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পওয়ারের দাবি, ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনেও (জরুরি অবস্থার পরে) কাউকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হয়নি।
শরদ পওয়ার বলেন, “সেবার লোকসভা নির্বাচনের পরে মোরারাজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। সামনে কোনো মুখ না রাখার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মানুষ যদি পরিবর্তনের পক্ষে থাকে, তবে তারাই পরিবর্তন আনার সিদ্ধান্ত নেবে।”
বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে নাম উঠেছে শরদ পওয়ারেরও। যদিও তিনি নিজেই এ ধরনের প্রস্তাব অস্বীকার করেছেন। সম্প্রতি কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। যদিও কোনো নাম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
খাড়্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, “আমাদের প্রথমে জয়ের দিকে মন দেওয়া উচিত”। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা যেখানেই যাই, মানুষ জিজ্ঞেস করে আপনাদের (বিরোধী জোটের) মুখ কে? আমি বৈঠকে খাড়্গের নাম প্রস্তাব করেছিলাম”।