প্রথম পাতা খবর অবতরণের আগেই চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫

অবতরণের আগেই চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫

250 views
A+A-
Reset

চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ল রাশিয়ার ‘চন্দ্রযান’ লুনা-২৫। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানায়, কক্ষপথ বদলের সময় ঘটে বিপর্যয়। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগেই ভেঙে পড়ে লুনা-২৫।

মহাকাশের দৌড়ে বাজি ধরেছিল রাশিয়াও। ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পরেই ১১ আগস্ট মহাকাশে পাড়ি দিয়েছিল রাশিয়ার লুনা ২৫-ও। শুধু তাই নয়, ভারতের চন্দ্রযানের থেকে এক মাস পরে পাড়ি দিয়েও লুনা চন্দ্রযানের আগে দক্ষিণ মেরু ছোঁবে বলে দাবি করা হচ্ছিল। এরই মধ্যে রবিবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে, লুনা-২৫ চাঁদের মাটিতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে।

প্রসঙ্গত, লুনা-২৫ যে ভেঙে পড়তে পারে, তা আগেই আন্দাজ করা গিয়েছিল। শনিবার এই মহাকাশযানে ‘যান্ত্রিক গোলযোগ’-এর কথা জানিয়েছিল রুশ সংস্থা। বাস্তবে সেটাই সত্যি হল। ফলে রাশিয়ার দ্বিতীয়বারের মতো চাঁদ ছোঁয়ার স্বপ্ন স্বপ্নই থেকেই গেল!

এমনিতে এখন বিশ্বের নজরে ভারতের চন্দ্রযান। চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব আর ২৫ কিমি। ২৩ আগস্ট সন্ধে ৬.৪-এ অবতরণ, জানাল ইসরো। অবতরণের আগে ধীরে ধীরে কমছে গতি। অগ্নিপরীক্ষার মুখে ল্যান্ডার বিক্রম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.