কলকাতা: শুক্রবার রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ চালান। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে, মহিলাদের ওয়ার্ডে ভাঙচুরের পাশাপাশি, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার ফলে হাসপাতালের জুনিয়র ডাক্তার, নার্স-সহ সাত জন আহত হন। আহতদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা প্রশমিত করতে বেশ বেগ পেতে হয়।
এই ঘটনার পরই পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (ডব্লিউবিজেডিএফ) প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে যান। নেতৃত্বে ছিলেন কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার-সহ অন্যান্য প্রতিনিধিরা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১১টা থেকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রধান দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
ডব্লিউবিজেডিএফ-এর সদস্যরা জানান, বাকি হাসপাতালগুলোর জুনিয়র ডাক্তাররা কী পদক্ষেপ নেবেন, তা জেনারেল বডির বৈঠকে স্থির করা হবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা নিরাপত্তার দাবি করেন।