প্রথম পাতা খবর সত্যের জয়! সাকেতের দ্বিতীয় বার জামিনের পর বলল তৃণমূল

সত্যের জয়! সাকেতের দ্বিতীয় বার জামিনের পর বলল তৃণমূল

296 views
A+A-
Reset

দ্বিতীয়বার গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। শুক্রবার তাঁকে গুজরাতের মোরবীর জেলা আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁর জামিন মঞ্জুর করেন। তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে সাকেতের জামিন পাওয়ার খবর জানিয়ে লেখা হয়েছে, “সত্যের জয় হল। ….সত্য কথা বললেই কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।”

সোমবার গভীর রাতে প্রথম বার গ্রেফতার করা হয় সাকেতকে। অভিযোগ, মোরবী সেতু বিপর্যয়ে ১৩০ জনেরও বেশি মারা যাওয়ার পর সেখানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিতর্কিত টুইট করেন তৃণমূল মুখপাত্র। গত বৃহস্পতিবার জামিন পান তিনি। কিন্তু জামিনের কয়েক ঘণ্টা পরেই এই সংক্রান্ত আরও একটি অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে মোরবী পুলিশ।

তিনদিনের ব্যবধানে দু’বার গুজরাত পুলিশ গ্রেফতার করে তৃণমূলে জাতীয় মুখপাত্র। তাও এমন সময়, যখন সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর রয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের ভার রয়েছে নির্বাচন কমিশনের হাতে। এই বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয় তৃণমূল। এ দিনই তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গুজরাত গিয়ে সাকেতের সঙ্গে দেখা করে।

ওই প্রতিনিধি দলে রয়েছেন ৫ সাংসদ শান্তনু সেন, দোলা সেন, খলিলুর রহমান, সুনীল মণ্ডল এবং অসিত মাল। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, গুজরাতে গিয়ে ধৃত সাকেতের সঙ্গে দেখা করার চেষ্টা এবং আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি, মোরবীর সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন শান্তনুরা। ঘটনাচক্রে শুক্রবার বিকেলেই জামিনে মুক্ত হলেন সাকেত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.