প্রথম পাতা খবর স্যালাইন-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে

স্যালাইন-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে

235 views
A+A-
Reset

স্যালাইনের গুণমান নিয়ে বিতর্ক এবার হাইকোর্টে পৌঁছাল। কলকাতা হাই কোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়েরের জন্য আবেদন করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তভ বাগচি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই দুই মামলা গ্রহণের অনুমতি দিয়েছে। এডুলজির মামলার শুনানি আগামী বৃহস্পতিবার হতে পারে।

ফিরোজ এডুলজি আদালতে জানান, রাজ্যের একটি স্যালাইন প্রস্তুতকারক সংস্থার নিম্নমানের পণ্য ব্যবহার করে কর্নাটকে মৃত্যুর ঘটনা ঘটেছিল, যার ফলে সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করে কর্নাটক সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গেও একই সংস্থার স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে, যেখানে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। বাকি তিনজনকে সঙ্কটজনক অবস্থায় গ্রিন করিডর মাধ্যমে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয়, যেখানে তাঁরা এখন চিকিৎসাধীন।

প্রধান বিচারপতি শিবজ্ঞানম জানিয়েছেন, সংবাদমাধ্যমে ঘটনাটি নজরে এসেছে এবং রাজ্য সরকার সম্ভবত পদক্ষেপ নিচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.