প্রথম পাতা খবর শ্বাসনালি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে আইসিইউ-তে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার, গঠন করা হল মেডিকেল বোর্ড

শ্বাসনালি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে আইসিইউ-তে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার, গঠন করা হল মেডিকেল বোর্ড

255 views
A+A-
Reset

ডেস্ক: শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি।


শ্বাসনালীতে সংক্রমণ থাকায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল তাঁর। তাঁর বুকের এক্স-রে, সিটি স্ক্যান সহ একাধিক রক্ত পরীক্ষা করানো হয়েছে বলে চিকিৎসক সূত্রে খবর। ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে। সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁর কোভিড পরীক্ষার জন্য রিপোর্টও পাঠানো হয়। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ফের চার হাজার, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন

৭৯ বছরের সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে যথেষ্ট চিন্তিত বিভিন্ন মহল। তাঁর একাধিক গুণমুগ্ধ থেকে সাধারণ মানুষ সকলেই সমরেশ মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.