প্রবীণ পিডিএস নেতা সমীর পুততুণ্ড আর নেই। বয়স হয়েছিল ৭৪ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত সওয়া ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। গভীর রাতে তাঁর ভাই সঞ্জয় পুততুণ্ড এই খবর নিশ্চিত করেন। সমীরের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছিলাম।” একই সঙ্গে তিনি সমীরের স্ত্রী অনুরাধা পুততুণ্ডকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
১৯৫২ সালে জন্ম সমীরের। একদা সিপিএমের ছাত্রনেতা থেকে উঠে এসে তিনি পরে দল ছেড়ে পিডিএস গঠন করেন। তাত্ত্বিক ও চিন্তাশীল নেতা হিসেবে পরিচিত সমীর শেষ দিন পর্যন্ত স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখেছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের অবসান হল।