প্রথম পাতা খবর সরস্বতী পুজোয় উৎসবের আমেজ, ফিরল সেই চেনা ছন্দ

সরস্বতী পুজোয় উৎসবের আমেজ, ফিরল সেই চেনা ছন্দ

253 views
A+A-
Reset

কলকাতা: সরস্বতী পুজো উপলক্ষে চারিদিকে উৎসবের আমেজ। বৃহস্পতিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে, বাড়িতে বাড়িতে কাঁসর-ঘণ্টার আওয়াজ আর অঞ্জলির মন্ত্রোচ্চারণ। ছোট থেকে বড়ো পুজোর আনন্দের সঙ্গেই শামিল দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।

সবার জীবনে আসুক বিদ্যা ও জ্ঞানের আলো, এই প্রার্থনা নিয়ে আনন্দে মেতেছে সবাই। এর আগের দু’বছর কোভিড-আবহ পুজোর উন্মাদনায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। তবে এ বার আর সে সবের ঝক্কি নেই। ফলে প্রাণখোলা উদ্দীপনারও অভাব নেই। এ বার পুজো নিয়ে ফের সেই চেনা উন্মাদনা। প্রতিমা নিয়ে শোভাযাত্রায় নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, আড্ডার আসর, সবই ফিরেছে চেনা ছন্দে।

বলে রাখা ভালো, এ বারের পঞ্চমী তিথি শুরু হয়েছে ২৫ জানুয়ারি দুপুর ১২.৩৪ মিনিট থেকে। পঞ্চমী তিথি শেষ হবে ২৬ জানুয়ারি সকাল ১০.৩৪ মিনিটে। উদয় তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী পালিত হবে শুধুমাত্র বৃহস্পতিবার। এ দিন সকাল ০৭.১২টা থেকে দুপুর ১০.৩৪টা পর্যন্ত পুজোর শুভ সময়। একটি মতে, ২৬ জানুয়ারি, সকাল ৭টা ১২ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত পুজোর জন্য শুভ সময়।

প্রসঙ্গত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়ুয়াদের কাছে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। সরস্বতী পুজোর দিনটি বিশেষ করে ছাত্র, শিল্প, সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ। বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এ বিশেষ দিনটিকে শিক্ষা শুরু করা, হাতে খড়ি বা কোনও শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকে বসন্তের আগমনও ঘটে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.