প্রথম পাতা খবর শরৎচন্দ্রের দেবানন্দপুর জন্মভিটে সংস্কারে ১.৮২ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরৎচন্দ্রের দেবানন্দপুর জন্মভিটে সংস্কারে ১.৮২ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

71 views
A+A-
Reset

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে এবার নতুন রূপে ফিরতে চলেছে। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটে সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। এর জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১ কোটি ৮২ লক্ষ টাকা

সোমবার সকালে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলা সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তাঁকে জানাই আমার প্রণাম। তাঁর লেখা সহজ ভাষায় বাঙালি জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সামাজিক অবিচার ও সংস্কারের ছবি ফুটে উঠেছিল অনন্য দক্ষতায়। তাঁর সৃষ্টি বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং তাঁকে অমর করে রেখেছে।”

মমতা আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই হাওড়ার দেউলটিতে শরৎচন্দ্রের ‘হেরিটেজ’ বাড়ি সংস্কার করেছে। সেখানে দর্শনার্থীদের জন্য রাস্তা, আলো, পানীয় জলসহ প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি একটি ‘শরৎ স্মৃতি উদ্যান ও ইনফর্মেশন সেন্টার’ গড়ে তোলা হচ্ছে। এবার দেবানন্দপুরেও তৈরি হবে একই ধরনের স্মৃতি কেন্দ্র।

প্রসঙ্গত, ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর বাল্য ও ছাত্রজীবনের বহুটা কেটেছে এই গ্রামে। এখান থেকেই তিনি রচনা করেছেন একাধিক কালজয়ী উপন্যাস ও গল্প। এবার সেই ঐতিহ্যমণ্ডিত জন্মভিটে নতুন করে জেগে উঠতে চলেছে রাজ্যের উদ্যোগে।

মুখ্যমন্ত্রীর কথায়, “শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুরও খুব শিগগির রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.